রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৬:২০, ১১ অক্টোবর ২০২৫

পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে: আমীর খসরু

পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে: আমীর খসরু
ছবি: সংগৃহীত

পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর সঙ্গে সব বিষয়ে ঐকমত্য কমিশন একমত হতে পারবে না বলেও দাবি করেন তিনি।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর কসমস সেন্টারে নির্বাচন পদ্ধতি বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, 'যারা পিআর পদ্ধতির পক্ষে, তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা। কিছু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে আগামীর বাংলাদেশে কী হবে-তা ঠিক করতে মানুষ দায়িত্ব দেয় নাই। তাই সনদেরও ম্যান্ডেট লাগবে।'

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, 'বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলতে হবে। যতটুকু একমত হয়েছে সেগুলো নিয়ে সংসদে আলোচনা করা যেতে পারে। কোনটা হবে, কোনটা হবে না, জনগণ ঠিক করবে।'

বিএনপির এই নেতা বলেন, 'এই মুহূর্তে সংসদ কার্যকর করা বেশি দরকার। সনদে যেসব বিষয় একমত হয়েছে, তা সেসব বিষয় নিয়ে এগোতে হবে।'

গণতন্ত্রে একক দলের শাসনের কোনো ব্যবস্থা নেই উল্লেখ করে তিনি বলেন, 'আমাদের রাজনৈতিক সিস্টেম পাল্টাতে হবে। ভিন্নমত ও বিরোধীদের বিষয়ে সম্মান দেখাতে হবে। সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে হবে।'

সদ্য সংবাদ/এমটি