চুন্নু-আনিসুলসহ তিন জন’কে জাপা থেকে অব্যাহতি

জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন সামনে রেখে দলের শীর্ষ পর্যায়ে বড় রদবদল হয়েছে। জ্যেষ্ঠ তিন নেতা আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, এবং মো. মুজিবুল হক চুন্নুকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
সোমবার (৭ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে শামীম হায়দার পাটোয়ারীকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগের কথা জানায় দলটি। এর কিছুক্ষণ পরই তিন জ্যেষ্ঠ নেতাকে দলীয় সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
পার্টির পক্ষ থেকে বলা হয়, গত ২৫ জুন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা ওই তিন জনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তোলেন। এরপর ২৮ জুন প্রেসিডিয়াম সভায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান ওই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে জানানো হয়েছে।
তবে অব্যাহতির কিছুক্ষণ আগেই আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার এক যৌথ বিবৃতিতে শামীম হায়দারকে মহাসচিব নিয়োগকে ‘অগণতান্ত্রিক ও অসাংবিধানিক’ বলে উল্লেখ করেন। তাঁরা বলেন, ‘চুন্নুই বৈধ মহাসচিব, কাউন্সিলের আগে একক সিদ্ধান্তে কোনো নিয়োগ গ্রহণযোগ্য নয়।’
তারা আরও অভিযোগ করেন, ‘চাঁদা প্রদানকারী প্রেসিডিয়াম সদস্যদের মিথ্যা অভিযোগের ভিত্তিতে যেভাবে পদচ্যুত করা হয়েছে, তা রাজনৈতিক প্রতিহিংসা এবং সম্মানহানীকর।’
তারা দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে, একনায়কতান্ত্রিক আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।