সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের কষ্ট হবে না: রুমিন ফারহানা
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ নিয়ে চলমান বিতর্ক নিয়ে মুখ খুলেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, উপদেষ্টাদের অনেকেই নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন, তবে তাদের জন্য সেটা কঠিন হবে না।
সম্প্রতি দেশের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
রুমিন ফারহানা বলেন, 'আমার মনে হয় সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না। কারণ ম্যাক্সিমাম উপদেষ্টা ডুয়েল সিটিজেনশিপ নিয়ে চলছেন। সুতরাং তাদের একটা বড় অংশই দেশের বাইরে অটোমেটিক্যালি চলে যেতে পারবেন।'
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সতর্ক করেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ গভীর অনিশ্চয়তায় পড়বে।
অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা আওয়ামী লীগকে কোনো অনুশোচনা ছাড়াই রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার অনুপ্রেরণা দিচ্ছে মন্তব্য করে সরকারের সমালোচনা করে বিএনপির নেত্রী বলেন, 'সরকারের ব্যর্থতার সুযোগে আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফেরার চিন্তা করছে। আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, ঘন ঘন হচ্ছে, ঢাকার অনেক গুরুত্বপূর্ণ সড়কেও মিছিল দেখা যাচ্ছে। সুতরাং আওয়ামী লীগ যে একেবারে নিষ্ক্রিয়, তা বলা যাবে না।'



























