ভোটের পরিবেশ ফেরাতে কাজ করছেন বিএনপি : সেলিম ভূঁইয়া
বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। এবার সেই ভোটের ব্যবস্থা করছেন আমাদের নেতা তারেক রহমান। দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেই পরিবেশ সৃষ্টি করবে বিএনপি।
শনিবার (৪ অক্টোবর) সকালে চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপি জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর ড্যাব-এর সভাপতি ও জেলা বিএনপির সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, চাঁদপুরে কোনো চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসন বা দলকে জানান। বিএনপি কখনোই চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে আপস করবে না।



























