চাঁদাবাজির অভিযোগে আটক তমার পক্ষে লড়বে ফজলুর রহমান!
রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীর বাসায় ঢুকে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ফারিয়া আক্তার তমার পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছেন বিএনপির পদ স্থগিত হওয়া নেতা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যেই মেয়ে আমার বাড়ির সামনে বলেছিল, ‘ফজু পাগলা গ্রেপ্তার না হলে যাব না’, সেই মেয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে। এখন তাকে আমি ছাড়াতে চাই। আমি তার পক্ষে কোর্টে দাঁড়াব।’
তিনি এ নিয়ে বলেন, ‘আমি ছাড়াব না কেন, এরা তো আমার মেয়ে। জামায়াত এগুলো নষ্ট করছে, ঠিক করতে হবে আমার।’
ফজলুর রহমান অভিযোগ করেন, জামায়াতের কর্মীরা তাকে অপমান করেছে, এমন অপমান কোনো রাজনৈতিক দল জন্মের পর তার জীবনে করেনি। তিনি আরও বলেন, ‘যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছি তা এখনও বাস্তবায়িত হয়নি। দেশে এখনও মনুষ্যত্ব, বিবেক ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।’
তিনি বর্তমান পরিস্থিতিকে ‘নিমকহারামি’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘যেমন কারবালার ইতিহাস কখনো ইয়াজিদরা মুছে ফেলতে পারেনি, তেমনি মুক্তিযুদ্ধবিরোধীরাও স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে পারবে না।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে গত ২৫ আগস্ট তার বাসার সামনে অবস্থান নিয়েছিলেন একদল ব্যক্তি। সেই সময় তাদের সঙ্গে ছিলেন ফারিয়া, যিনি অশ্লীল স্লোগান দেন।



























