পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা আছে মাত্র ৪৪ শতাংশ ভোটারের

পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং-এর ‘জনগণের নির্বাচন ভাবনা’ জরিপে দেখা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর অনুষ্ঠিত হলে ৯৪.৩% ভোটার ভোট দিতে আগ্রহী। তবে সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা আছে মাত্র ৪৪% ভোটারের।
রোববার (২১ সেপ্টেম্বর) ডেইলি স্টার ভবনে জরিপের ফল প্রকাশ করা হয়। এতে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিং-এর ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারোয়ার।
চলতি সেপ্টেম্বর মাসের ২ থেকে ১৫ তারিখ পর্যন্ত এই জরিপ চালানো হয়। এতে অংশ নেয় ১০ হাজার ৪১৩ জন ভোটার।
ফলাফলে দেখা গেছে, ভোটারের ৮৬.৫% নির্বাচনের পক্ষে, ৬৯.৯% মনে করেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারবে, আর ৭৭.৫% বিশ্বাস করেন তারা নিরাপদে ভোট দিতে পারবেন। তবে ৫৬% ভোটার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। গত ৬ মাসে চাঁদাবাজি বেড়েছেও বলে মনে করছেন তারা।
জরিপে উঠে এসেছে, নবীন প্রজন্ম পিআর পদ্ধতি বিষয়ে প্রবীণদের তুলনায় বেশি সচেতন এবং ইতিবাচক। তবে ভোটের সময় পুলিশ-প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জেন-জি প্রজন্ম কম ইতিবাচক। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের ইতিবাচক মূল্যায়ন করেছেন ৭৮.৭% ভোটার।
শিক্ষাগত স্তরের তুলনায় উচ্চশিক্ষিতরা অন্তর্বর্তী সরকারের কাজে কম সন্তুষ্ট এবং চাঁদাবাজি বেড়েছে মনে করছেন। এছাড়া তারা পিআর বিষয়ে বেশি সচেতন ও ইতিবাচক। সাধারণ ভোটারের তুলনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা ভোটে কম আগ্রহী এবং নির্বাচনের বিষয়ে দ্বিমত বেশি প্রকাশ করেছেন।