বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৮:৩৭, ৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:৩২, ৫ সেপ্টেম্বর ২০২৫

নুরের শারীরিক অবস্থার অবনতি, সুস্থতার জন্য দোয়ার অনুরোধ

নুরের শারীরিক অবস্থার অবনতি, সুস্থতার জন্য দোয়ার অনুরোধ
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার সামান্য অবনতি ঘটেছে। চিকিৎসকরা তাকে আপাতত পুরোপুরি শান্ত ও নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন। এ কারণে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না করার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) নুরের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে একজন অ্যাডমিনের পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, আগের তুলনায় নুরের শারীরিক অবস্থা কিছুটা খারাপ হওয়ায় চিকিৎসকরা তাকে নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন। কিন্তু হাসপাতালে অতিরিক্ত ভিড়ের কারণে সেই পরিবেশ ব্যাহত হচ্ছে।

পোস্টে আরও বলা হয়, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা যেন হাসপাতালে ভিড় না করে নিজ নিজ অবস্থান থেকে তার দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষে নুরসহ অন্তত ৫০ জন আহত হন। আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনও আহতদের তালিকায় ছিলেন।

সেদিন গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরাতন ভবনের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন।

সর্বশেষ