বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৫, ৪ সেপ্টেম্বর ২০২৫

নুরকে সুস্থ দেখানোর ষড়যন্ত্র চলছে, অবস্থা আশঙ্কাজনক: রাশেদ খান

নুরকে সুস্থ দেখানোর ষড়যন্ত্র চলছে, অবস্থা আশঙ্কাজনক: রাশেদ খান
ছবি: সংগৃহীত

হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনও সম্পূর্ণ সুস্থ নন। দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন অভিযোগ করেছেন, নুরের সুস্থ বলে প্রচারিত তথ্য বাস্তবতার সঙ্গে মেলে না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন জানান, নুরুল হক নুর এখনও আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। তার নাক থেকে রক্ত পড়ছে এবং নাক আরও বাঁকা হয়ে গেছে। মাথায় আঘাত, হাঁটাচলা করতে পারছেন না, মুখও খুলতে পারছেন না। তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর পরিকল্পনা চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইতিমধ্যেই তার বিদেশে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাশেদ খাঁন সাংবাদিকদের বলেন, নুর এখনো প্লেনে ওঠার মতো অবস্থায় নেই। আমরা সিঙ্গাপুরে তাকে চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানিয়েছি। এক সপ্তাহের মধ্যে তাকে যথাযথ সুস্থতার পর বিদেশ নেওয়া হতে পারে।

তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর জড়িত সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং তাদের বিচার করারও দাবি জানান।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষের সময় বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ে জড়ো থাকা নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করা হয়। এতে রক্তাক্ত হন নুরুল হক নুর। এ ঘটনায় অন্তত আরও ৫০ জন নেতা-কর্মী আহত হন। বর্তমানে নুর ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ