ভণ্ডামি বাদ দিন স্যার, আসিফ নজরুলকে হাসনাত আব্দুল্লাহ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে তিনি এক ফেসবুক পোস্টে এ প্রতিবাদ প্রকাশ করেন।
আসিফ নজরুল তার পোস্টে লিখেন, ‘ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এই পোস্টে অনেকেই মন্তব্য করেন। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তীব্র ভাষায় মন্তব্য করে লিখেন, ‘প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দিন স্যার। যেই জন্য বসানো হয়েছে, সেটা না করে কী করছেন, তার হিসাব দিতে হবে। কে কোথায়, কিভাবে কোন কাজে বাধা দিয়েছে, এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভঙ্গ না ধরে কাজটি করুন।’
এর আগে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাপা কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে নুরুল হক নূরসহ বেশ কয়েকজন আহত হন। রক্তাক্ত অবস্থায় নুরকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে প্রথম দফায় সংঘর্ষও ঘটে।