সংস্কার এখনই বাস্তবায়নের দাবি এনসিপির
চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম পরবর্তী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া যাবে না—এই দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়েই এই সংস্কার কার্যকর করতে হবে।
শনিবার (২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই পদযাত্রার মাধ্যমে দেশের নানা প্রান্তে ঘুরে মানুষের কথা শুনেছি। সেই অভিজ্ঞতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের রূপরেখা ঘোষণা করা হবে আগামীকাল, রবিবার।’
তিনি জানান, গত বছরের ৩ আগস্ট শহীদ মিনার থেকেই সরকার পতনের দাবি তুলেছিল এনসিপি। ‘আমরা বারবার বলেছি—ফ্যাসিবাদবিরোধী লড়াই এখনো শেষ হয়নি। আমাদের রাষ্ট্রচিন্তার রূপরেখা সম্পূর্ণ করব এই কর্মসূচির মধ্য দিয়ে,’ বলেন তিনি।
সংস্কার প্রক্রিয়া এবং সনদ নিয়ে এনসিপির অবস্থান ব্যাখ্যা করে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদের খসড়া আমরা দিয়েছি। অন্তর্বর্তী সরকারও তাদের খসড়া তৈরি করছে বলে জেনেছি। তবে আমরা চাই, ৫ আগস্টের মধ্যেই সরকার জুলাই সনদ ঘোষণা করুক এবং তা যেন আইনি ভিত্তি পায়।’
তিনি অভিযোগ করেন, ‘ঐকমত্য কমিশন এখনো জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট করেনি। আমরা সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না—এই সরকারের সময় থেকেই তা বাস্তবায়ন করতে হবে।’
চাকরি ও তরুণদের প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে তরুণদের যে আকাঙ্ক্ষা ছিল, তা অন্তর্বর্তী সরকার পূরণে ব্যর্থ হয়েছে। আগামীকাল আমরা তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরব।’
সংবাদ সম্মেলনে ছাত্রদলের শহীদ মিনারের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘একই দিনে দুটি দলের কর্মসূচি থাকায় রাজধানীতে যানজটের সম্ভাবনা ছিল। এতে এনসিপির পক্ষ থেকে আগাম দুঃখ প্রকাশ করছি।’



























