জনগণই এবার সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বহু বছর পর দেশের জনগণ স্বাধীনভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। তাই এবারের নির্বাচনে জনগণই সুষ্ঠু ভোট নিশ্চিত করবে এই ভূমিকা আইনশৃঙ্খলা বাহিনীর নয়, বরং জনগণের।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। ‘অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন: রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে একশনএইড বাংলাদেশ ও প্রথম আলো।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাজনৈতিক দল ও জনগণই নির্বাচনের প্রধান অংশীজন। নির্বাচন কমিশন শুধু নির্বাচন পরিচালনা করে, আর আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকে। সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বিএনপি তার ভূমিকা রাখবে।’
বিএনপি নেতা আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর নির্বাচনে জয়ী হলে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার করেছে বিএনপি। এর মাধ্যমে দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এসব দফার মধ্যে রয়েছে সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন ও প্রশাসনিক সংস্কার কমিশন গঠন।
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার যেসব কমিশন গঠন করেছে, সেগুলোর প্রস্তাব আমরা প্রাথমিক ভিত্তি হিসেবে গ্রহণ করব। তবে জাতীয় ঐক্যের মাধ্যমে আরও গভীর সংস্কার প্রয়োজন। নতুন কমিশনগুলো গঠন করা হলে সেগুলো জনগণের জন্য উন্মুক্ত থাকবে সেখানে জনগণের মতামত ও প্রস্তাব নেওয়া হবে।’
অনুষ্ঠানে দেশের নয়টি জেলায় অনুষ্ঠিত আগের গোলটেবিল বৈঠকের সুপারিশগুলো উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশের উইমেন রাইটস লিড মরিয়মনেছা। বৈঠকটি পরিচালনা করেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের পাশাপাশি আলোচনায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, দ্য হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা, নারীর রাজনৈতিক অধিকার ফোরামের সংগঠক মাহরুখ মহিউদ্দিন ও শিক্ষার্থী নেত্রী নাজিফা জান্নাত।



























