কিছু উপদেষ্টার আচরণ দায়িত্বজ্ঞানহীন: নাহিদ ইসলাম

দেশের চলমান সংকটে কিছু উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন আচরণ লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ বলেন, ‘২১ জুলাই রাত তিনটার সময় আমাদের জানতে হয় এসএসসি পরীক্ষা স্থগিত হয়েছে। অথচ এমন একটি ইমার্জেন্সি পরিস্থিতিতে কেউ শিক্ষা উপদেষ্টাকে ফোনে পাচ্ছে না — এটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে চরম সমন্বয়হীনতার প্রমাণ।’
তিনি আরও বলেন, ‘ছাত্রসমাজ ট্রমার মধ্যে আছে। অথচ একটি মৌলিক সিদ্ধান্ত নিতেও সরকার দেরি করছে। এ দায় কে নেবে?’
সংবাদ সম্মেলনে এনসিপি সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।