রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৫ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০২, ১৯ জুলাই ২০২৫

নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন: নুরুল হক নুর

নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন: নুরুল হক নুর
ছবি: সংগৃহীত

নির্বাচনের আগে দেশে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘মৌলিক সংস্কার নিশ্চিত না করে আপনারা (অন্তর্বর্তী সরকার) নির্বাচনের দিকে হাঁটবেন না’।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুর বলেন, ‘নির্বাচনের আগে যেন সব রাজনৈতিক দল নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারে তা নিশ্চিত করতে হবে। এটি আজকের সমাবেশের একটি গুরুত্বপূর্ণ দাবি।’

এর আগে দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সমাবেশের মূল পর্ব। সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের প্রথম অংশ। দুপুর সোয়া ১২টার দিকে সমাবেশস্থলে উপস্থিত হন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমন উপলক্ষে রাস্তার দুই পাশে থাকা নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।

দলটির নেতাদের দাবি, এ সমাবেশ স্মরণকালের অন্যতম বৃহৎ জনসমাগমে পরিণত হয়েছে। রাজনৈতিক ময়দানে পুনরায় শক্ত অবস্থান জানাতে এবং নতুন প্রজন্মের উদ্দেশে বার্তা পৌঁছাতে সমাবেশকে ব্যবহার করছে দলটি।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সমাবেশ থেকে গণহত্যার বিচার, রাজনৈতিক সংস্কার, প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতিতে নির্বাচন এবং ২৪ জুলাইয়ের অভ্যুত্থান চেতনার ভিত্তিতে ‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ’ গঠনের আহ্বান জানাবেন বলে জানা গেছে।

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নেতারা, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কর্মপরিষদ সদস্য, বিভিন্ন দলের নেতারা এবং জুলাইয়ের শহীদ পরিবারের প্রতিনিধিরা।

দলটির দায়িত্বশীলরা জানান, সমাবেশ সফল করতে ইতোমধ্যেই ঢাকা মহানগরসহ সারা দেশে প্রস্তুতি সভা, গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা চালানো হয়েছে। ১০ হাজারের মতো বাস, কয়েক জোড়া ট্রেন এবং লঞ্চ রিজার্ভ করে বিভিন্ন অঞ্চল থেকে নেতা-কর্মীদের ঢাকায় আনা হয়েছে। সমাবেশে ১৫ লাখ মানুষের উপস্থিতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সমাবেশে বিএনপিসহ সরকারের বিরোধিতায় থাকা অন্যান্য রাজনৈতিক দল এবং ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।