শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০১, ১৯ জুলাই ২০২৫

দেশে আর গডফাদারতন্ত্র চলবে না: নাহিদ ইসলাম

দেশে আর গডফাদারতন্ত্র চলবে না: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নতুন করে আর কোনো গডফাদার আবির্ভূত হতে দেওয়া হবে না। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্র দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কক্সবাজার শহরে 'জুলাই পদযাত্রা' শেষে পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘কে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বোঝে আর কে বোঝে না, সে প্রশ্নে সংস্কার আটকে থাকবে না। দেশের জনগণ সংস্কার বোঝে এবং সংস্কার চায়।’

তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবে ওয়াসিমসহ অনেক তরুণ রক্ত দিয়েছে। শহীদদের রক্তের সিঁড়ি বেয়ে আমরা জুলাই সনদ ও কাঙ্ক্ষিত সংস্কার আদায় করব।’

সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘একটি আন্তর্জাতিক পুরস্কারের আশায় লাখ লাখ রোহিঙ্গাকে কক্সবাজারে আশ্রয় দেওয়া হয়েছে। এখন কক্সবাজারবাসীর জীবন-জীবিকার ওপর তার প্রভাব পড়ছে। রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাচন কমিশনের সংস্কার ও পুনর্গঠন। নিরপেক্ষ রেফারি ছাড়া সুষ্ঠু খেলা যেমন হয় না, তেমনি নিরপেক্ষ ইসি ছাড়া নিরপেক্ষ নির্বাচনও সম্ভব নয়।’

পদযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাসিরউদ্দিন পাটোয়ারী, ডা. তাসনিম জারা, এসএম সুজা, অনিক রায়, রায়হান কাশেম, সাবরিনা রহিমা প্রিয়া, জিনিয়া শারমিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

জুলাই পদযাত্রা শেষে এনসিপির বিশাল গাড়িবহর বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করে। পথে ঈদগাঁও, চকরিয়া, চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়ায় পথসভা করার কথা রয়েছে, যেখানে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

সম্পর্কিত বিষয়: