রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৭, ১৭ জুলাই ২০২৫

তথ্য আপা প্রকল্প চালু রাখার দাবি এবি পার্টির

তথ্য আপা প্রকল্প চালু রাখার দাবি এবি পার্টির
ছবি: সংগৃহীত

তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের চলমান অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘তথ্য আপারা রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। ৫১ দিন ধরে আন্দোলন চললেও অন্তর্বর্তী সরকার কর্ণপাত করছে না। এ প্রকল্প বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক ও দুরভিসন্ধিমূলক।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টায় রাজধানীতে তথ্য আপা প্রকল্পের অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন তথ্য আপাদের রিটকারী আইনজীবী সালাহউদ্দিন আহমেদ দোলন, এবি পার্টির নারী নেত্রী শাহিনুর আক্তার শিলা, রাশিদা আক্তার মিতু এবং ইশরাত জাহান।

ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, ‘তথ্য আপা প্রকল্প বাতিল করে ৯৫০ কোটি টাকার নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পটির পিডি ও ডিপিডি-দের দুর্নীতির ভয়েই প্রকল্পটি বন্ধ করা হচ্ছে। নতুন প্রকল্প মানেই নতুনভাবে লুটপাট—এটাই উদ্দেশ্য।’

তিনি আরও বলেন, ‘এই প্রকল্প ২০১৭ সাল থেকে কার্যকরভাবে চলছে। এটি বাতিল করে সরকার জনগণের সঙ্গে করা চুক্তি থেকে সরে এসেছে। আমলারা নিজেদের সুবিধার্থে তথ্য আপাদের বঞ্চিত করে নতুন মহা-উৎসবের আয়োজন করছে।’

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘শোনা যাচ্ছে, ২০০০ কর্মচারীর মধ্যে মাত্র ৭০ জন আওয়ামী ব্যাকগ্রাউন্ডের—এই অভিযোগে প্রকল্পটি বন্ধ করা হচ্ছে। তাহলে আওয়ামী আমলে নিয়োগপ্রাপ্ত সব ডিসি-এসপিদেরও বাদ দিতে হবে? এই ধরনের যুক্তি অগ্রহণযোগ্য।’

তিনি জানান, ‘তথ্য আপারা বছর বছর মাত্র ২৫০০ টাকা বেতন পেয়েছে, ভাতাসমূহ থেকেও বঞ্চিত হয়েছে। এসব অর্থ কারা আত্মসাৎ করেছে, তার তদন্ত হওয়া জরুরি। প্রতিটি টাকার হিসাব নিয়ে তথ্য আপাদের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে।’

ব্যারিস্টার ফুয়াদ প্রকল্পটি অবিলম্বে পুনরায় চালু করে তথ্য আপাদের কর্মস্থলে ফেরত পাঠানোর দাবি জানান।

সম্পর্কিত বিষয়: