বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৯:০০, ১২ জুলাই ২০২৫

চাঁদাবাজি ঠেকাতে কঠোর পুলিশ: আইজিপি

চাঁদাবাজি ঠেকাতে কঠোর পুলিশ: আইজিপি

রাজধানীসহ সারাদেশে চাঁদাবাজি নৈরাজ্য রোধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

শনিবার (১১ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি জানান, রাজধানীসহ সারা দেশে চাঁদাবাজ আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরির কাজ চলছে। বিশেষ করে ঢাকায় কাজে গোয়েন্দা পুলিশকে এলাকাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, যাদের সুনাম নেই এবং যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের তালিকা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে সুনাম নষ্ট হয়েছে তাদের প্রিভেনটিভ ডিটেনশনের আওতায় আনা হবে, আর যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আইজিপি বাহারুল আলম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দেশের রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। কারণ, সমাজব্যবস্থা গত ১৫ বছরে এতটাই জটিল হয়ে উঠেছে যে, কয়েক মাসের মধ্যে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

তিনি জোর দিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না এবং অপরাধী যেই হোক, তাকেই আইনের আওতায় আনা হবে।