শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৪, ১২ জুলাই ২০২৫

অপরাধীর একটাই পরিচয়-সে অপরাধী: র‌্যাব ডিজি

অপরাধীর একটাই পরিচয়-সে অপরাধী: র‌্যাব ডিজি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় র‌্যাবের কাছে বিবেচ্য নয়। তিনি স্পষ্ট করে বলেন, অপরাধী যে দলেরই হোক বা যত প্রভাবশালীই হোক, তার পরিচয় একটাই-সে একজন অপরাধী এবং তার জন্য কোনো ছাড় নেই।

শনিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ঘটে যাওয়া হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, ঘটনায় জড়িত কয়েকজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তদন্তের স্বার্থে ছায়া তদন্ত অব্যাহত রয়েছে। তবে তদন্তের বিস্তারিত এখনই প্রকাশের সময় হয়নি বলে জানান তিনি। এই হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় চাঁদাবাজি কিংবা ব্যবসায়িক বিরোধের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

র‌্যাব প্রধান আরও বলেন, ৫ আগস্টের পর থেকে সারাদেশে টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান বাড়ানো হয়েছে। যার ফলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন জাতীয় নির্বাচনেও র‌্যাব একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করবে।

গণপিটুনির প্রসঙ্গে র‌্যাব মহাপরিচালক বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। মব কিলিং বা গণপিটুনির মতো ভয়ঙ্কর সংস্কৃতি সমাজে চলতে দেওয়া যায় না। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এছাড়া সম্প্রতি ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার মিথ্যা হুমকির ঘটনায় তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব প্রধান। তিনি বলেন, এ ধরনের গুজব ছড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টাকে কোনোভাবেই সহ্য করবে না র‌্যাব।