বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০, ১০ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৫১, ১০ জুলাই ২০২৫

উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন বাতিল

উচ্চপদস্থ  নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন বাতিল

উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বিতর্কিত বিধান বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। শেখ হাসিনার শাসনামলে প্রবর্তিত এই প্রথা বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, সরকারি প্রটোকলে নারী-পুরুষ নির্বিশেষে মর্যাদাসম্পন্ন এবং প্রাসঙ্গিক সম্বোধন নিশ্চিত করা হবে। পরিষদের সদস্যরা বলেন, ‘স্যার’ শব্দটি পুরুষ কেন্দ্রিক ও বিভ্রান্তিকর, যা নারী কর্মকর্তাদের মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

এছাড়া, আগের মন্ত্রিসভার আমলে জারি হওয়া প্রটোকল ও সম্ভাষণ সংক্রান্ত অন্যান্য নির্দেশনাও পর্যালোচনার আওতায় আনা হয়েছে। এ লক্ষ্যে গঠিত হয়েছে একটি বিশেষ কমিটি, যার নেতৃত্বে রয়েছেন বিদ্যুৎ, সড়ক ও রেলপথ এবং পরিবেশ ও পানি সম্পদ-সংক্রান্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এই কমিটি আগামী এক মাসের মধ্যে বর্তমান প্রটোকল ও সম্ভাষণবিধি খতিয়ে দেখে সংশোধনের জন্য সুপারিশ পেশ করবে। উদ্দেশ্য, প্রশাসনিক ভাষা ও প্রথাকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক, মর্যাদাসম্পন্ন ও আধুনিক করা।

সর্বশেষ