রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৫, ১০ জুলাই ২০২৫

মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠা করা প্রয়োজন: আলী রিয়াজ

মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠা করা প্রয়োজন: আলী রিয়াজ
ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কারের জন্য মৌলিক বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক সংলাপের দ্বিতীয় পর্যায়ের ১১তম অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এদিন আলোচনায় প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং জরুরি অবস্থা ঘোষণা, এই তিনটি বিষয়কে কেন্দ্র করে মতবিনিময় হয়।

ড. রীয়াজ জানান, সাম্প্রতিক সংলাপে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। কিছু ক্ষেত্রে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে, আবার কিছু বিষয়ে মতপার্থক্য সত্ত্বেও সবাই কাছাকাছি এসেছে।

তিনি বলেন, ‘আমরা সবাই একটি জবাবদিহিমূলক রাষ্ট্র চাই, যেখানে এককেন্দ্রিক ক্ষমতা থাকবে না, নাগরিক অধিকার নিশ্চিত হবে, বিচার বিভাগ স্বাধীন থাকবে এবং কোনো পরিস্থিতিতে যেন দেশে ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে, তা নিশ্চিতে প্রয়োজনীয় কাঠামো গড়ে তোলা হবে। এ লক্ষ্যেই সবাই কাজ করছি।’

কমিশনের উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান, জুলাই মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর মতামতকে ভিত্তি করে একটি জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনা চলছে। যদিও এখনও কিছু বিষয়ের নিষ্পত্তি হয়নি, তবে আলোচনায় গতি থাকায় আগামী সপ্তাহে সেসব ইস্যুতে সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, ‘কমিশন কোনো আলাদা সত্তা নয়। আমরা রাজনৈতিক দলগুলোর অংশ হিসেবে দায়িত্ব পালন করছি। এই উদ্যোগের সাফল্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতার ওপর নির্ভর করছে।’

অধিবেশনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সঞ্চালনার দায়িত্ব পালন করেন। এছাড়া উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং আইয়ুব মিয়া।