সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা ১ নভেম্বর থেকে : পরিবেশ উপদেষ্টা
আসছে ১ নভেম্বর থেকে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে আবারও পর্যটক যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পহেলা নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবেন। তবে সেখানে রাত্রিযাপন করা যাবে কি না, তা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।’
এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে দ্বীপের জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে নয় মাসের জন্য পর্যটক প্রবেশ বন্ধ রাখা হয়। এতে পর্যটননির্ভর অর্থনীতি ও জাহাজ চলাচল উভয়ই স্থবির হয়ে পড়ে।
দীর্ঘ সময় ধরে পর্যটকবাহী জাহাজ না চলায় জেটিঘাটে নেমে আসে নীরবতা; কর্মচারী ও ব্যবসায়ীরা পড়ে যান বেকারত্বের মুখে।
সরকার জানায়, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় এই বিরতি ছিল প্রয়োজনীয়। এখন দ্বীপটিকে স্থানীয় জনগণকেন্দ্রিক টেকসই পর্যটন এলাকায় রূপান্তরের পরিকল্পনা নিয়েই পর্যটন কার্যক্রম পুনরায় চালু করা হচ্ছে।



























