শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:৫১, ১২ অক্টোবর ২০২৫

জাতির সেফ এক্সিটের জন্য কাজ করছে সরকার: ফারুক ই আজম

জাতির সেফ এক্সিটের জন্য কাজ করছে সরকার: ফারুক ই আজম
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের বৈষম্য, আগ্রাসন ও জনগণের অধিকার বঞ্চনার অবসান ঘটিয়ে জাতির জন্য একটি 'সেফ এক্সিট' বা নিরাপদ উত্তরণের পথ তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

রোববার (১২ অক্টোবর) সকালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের টিকা প্রদানের মধ্য দিয়ে মাসব্যাপী এ কর্মসূচির সূচনা ঘোষণা করা হয়।

ফারুক ই আজম বলেন, 'বছরের পর বছর আমাদের সমাজে যে বৈষম্য ও অধিকার বঞ্চনার চিত্র ছিল, সেখান থেকে জাতির একটি সেফ এক্সিট নিশ্চিত করতে আমরা সবাই মিলে কাজ করছি। জাতি যেন ন্যায়, সমতা ও মানবিকতার পথে এগিয়ে যেতে পারে—এটাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, টাইফয়েড প্রতিরোধে এই টিকা ক্যাম্পেইন একটি আশীর্বাদ। রোগ প্রতিরোধ সবসময় প্রতিকারের চেয়ে উত্তম। তাই এই কর্মসূচিকে সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।'

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, 'বরিশাল জেলায় ৬ লাখ ১ হাজার ১২৫ জন এবং বরিশাল মহানগরীতে ৯৭ হাজার ৫৯০ জনকে টাইফয়েড টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।'

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ