রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৬:৩৫, ১১ অক্টোবর ২০২৫

সুষ্ঠু নির্বাচন চাইলে নির্বাচন কমিশনকে সাংবাদিকদের সহযোগিতা নিতে হবে: উপদেষ্টা সাখাওয়াত

সুষ্ঠু নির্বাচন চাইলে নির্বাচন কমিশনকে সাংবাদিকদের সহযোগিতা নিতে হবে: উপদেষ্টা সাখাওয়াত
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে চাইলে নির্বাচন কমিশনকে (ইসি) সাংবাদিকদের সহযোগিতা নিতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে নির্বাচনী সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গণমাধ্যমের জন্য ইসির বিধিমালা বিষয়ে অংশীজনের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, 'সুষ্ঠু নির্বাচন চাইলে কমিশনকে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে। আগামী নির্বাচন যেমন সরকার চাইছে, তেমনি নির্বাচন কমিশনও চায়। তাই ইসির উচিত হবে সাংবাদিকদের সঙ্গে বসা।'

তিনি আরও বলেন, 'ভোটকেন্দ্র ও ভোটকক্ষের পার্থক্য সবাইকে বুঝতে হবে।'

তিনি স্পষ্ট করে জানান, এটি সরকারের নয়, বরং তার ব্যক্তিগত মতামত—সাংবাদিকদের প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, 'অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অন্তর্বর্তী সরকারও এমন একটি নির্বাচন আয়োজন করতে চায়।'

২০০৮ সালের পরবর্তী নির্বাচনগুলোর প্রসঙ্গে তিনি বলেন, 'সে সময় বহু ভোটার ভোট দিতে পারেননি। আজ অনেক তরুণ জানেনই না ভোট কীভাবে দিতে হয়। মেজরিটি ভোটারদের বাদ দিয়ে একজন দেশ পরিচালনা করেছেন। এতে শুধু আওয়ামী লীগ নয়, দেশের সবারই দায় রয়েছে।'

তিনি বলেন, 'একটি সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের উচিত সাংবাদিক সমাজকে অংশীদার হিসেবে বিবেচনা করা। এতে জনগণের আস্থা যেমন বাড়বে, তেমনি গণতন্ত্রও শক্ত ভিত্তি পাবে।'

সর্বশেষ