বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ৯ জুলাই ২০২৫

আমার ক্ষমতায় থাকার ইচ্ছা নেই: উপদেষ্টা সাখাওয়াত

আমার ক্ষমতায় থাকার ইচ্ছা নেই: উপদেষ্টা সাখাওয়াত

নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, তার ক্ষমতায় থাকার কোনো ব্যক্তিগত আগ্রহ নেই। তিনি বলেন, ‘যদি ক্ষমতায় থাকতে চাইতাম, বহু আগেই থাকতে পারতাম। আমার ওই ধরনের কোনো ইচ্ছা নেই।’

সম্প্রতি সাংবাদিক খালেদ মহিউদ্দিনের একটি টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সেখানে উপদেষ্টাদের কেউ কেউ ক্ষমতা ধরে রাখতে চাইছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যতটুকু সময় পেয়েছি, খুব আন্তরিকভাবে সাধারণ মানুষের জন্য, শ্রমিকদের ভাগ্যোন্নয়নে কাজ করেছি। শ্রমিকরা যাতে ন্যায্য পাওনা পান এবং মালিকরা সেসব দিতে সক্ষম হন, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। এর আগে কোনো শ্রমমন্ত্রী এমন কাজ করেননি।’

নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন এপ্রিল, পরে বলেছেন ফেব্রুয়ারিতে হতে পারে। তিনি অনেক বিবেচনা করেই বলেছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা হয়েছে হয়তো। আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি পৌঁছে গেছে।’

চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে আলোচনায় উপদেষ্টা সাখাওয়াত বলেন, ‘যেই কম্পানিই আসুক, তারা বন্দর পরিচালনা করছে না। বন্দর পরিচালনা করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষই। কিছু টার্মিনাল শুধু নির্দিষ্ট মেয়াদের জন্য অপারেট করবে বেসরকারি অপারেটর।’

তিনি জানান, বিগত সরকারের সময় দুবাই পোর্ট ওয়ার্ল্ডের সঙ্গে একটি সমঝোতা হয়েছিল। পরে নির্ধারিত টার্মিনাল সৌদি আরবের একটি কোম্পানিকে দিয়ে দেওয়া হলে দুবাই পোর্ট আপত্তি জানায়। পরে তাদের আশ্বস্ত করা হয় যে, এনসিটি (নিউ মোহারা কনটেইনার টার্মিনাল) থেকে বর্তমান অপারেটর চলে গেলে সেখানেই তাদের কাজের সুযোগ দেওয়া হবে।

উপদেষ্টা আরও বলেন, ‘দুবাই পোর্ট ৮৫টি দেশে ৮৫টি আন্তর্জাতিক বন্দর পরিচালনা করে। তারা শুধু অপারেটর নয়, বিশ্বব্যাপী নৌ চলাচল, লজিস্টিক্স ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ উন্নয়ন এবং আন্তর্জাতিক কানেকটিভিটি বাড়ানোর বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।