শারদীয় দুর্গাপূজায় ঘিরে দেশব্যাপী র্যাবের ২৮১ টহলদল মোতায়েন

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশজুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। এর অংশ হিসেবে সারা দেশে ২৮১টি র্যাব টহলদল মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র্যাবের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও নাশকতা রোধ এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজধানীতে ৯৪টি টহলসহ সারা দেশে ২৮১টি টহলদল কাজ করছে।
প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এবং প্রতিটি এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে।
বিজ্ঞপ্তিতে জনগণকে অনুরোধ করা হয়েছে, যদি কেউ দুর্গাপূজার সময় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার বা নাশকতার চেষ্টা করার কোনো তথ্য জানতে পারেন, তা র্যাবকে জানাতে। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য র্যাবের কন্ট্রোল রুম বা সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সরাসরি মুঠোফোনে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।