আসন্ন দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: আইজিপি

রাজধানীর সূত্রাপুরে বাংলাবাজার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে বৃহস্পতিবার বিকেলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তিনি বলেন, কোথাও কোথাও তুচ্ছ কিছু ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে।
আইজিপি আরও বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি বুধবার রাজপথে শক্তি প্রদর্শনের চেষ্টা করেছিল, তবে পুলিশ তা প্রতিহত করেছে। রাজবাড়ীতে মাজার থেকে মরদেহ উত্তোলন ও পুড়িয়ে দেওয়ার ঘটনাও তিনি উল্লেখ করেন। তবে আশ্বস্ত করে বলেন, এ ধরনের ঘটনা দুর্গাপূজার সময় ঘটার সম্ভাবনা নেই।
ধর্মীয় মতভেদের কারণে যেসব সংঘাত তৈরি হয়, সেগুলো রোধে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব আরোপ করার কথাও জানিয়েছেন বাহারুল আলম।