বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:১১, ২৩ সেপ্টেম্বর ২০২৫

টঙ্গীতে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

টঙ্গীতে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ (৪২) মারা গিয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ১০০ শতাংশই দগ্ধ ছিল বলে জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা।

তার মৃত্যুর বিষয়টি এক ক্ষুদেবার্তায় নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া উইংয়ের তালহা বিন জসিম জানান, সোমবার টঙ্গীর কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার ফাইটার শামীম আহমেদ বিকেল ৩টায় মারা গেছেন। মাগরিবের নামাজের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হবে। 

গতকাল সোমবার গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হয়েছিলেন।

শামীম আহমেদ ২০০৪ সালে ফায়ার সার্ভিসে যোগদান করেন। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি তিন সন্তানের জনক ছিলেন।