সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, হাতেনাতে ধরলেন উপদেষ্টা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তারের সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলা সার্কিট হাউজে মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে বের হওয়ার সময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ ঘটনা হাতে-নাতে ধরেন।
স্থানীয় সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে গাড়িটি তল্লাশি করে এসব ওষুধ উদ্ধার হয়। শুরুতে গাড়ির দরজা খুলতে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে উপদেষ্টা ফরিদা আখতার নিজেই তল্লাশি চালান।
ওষুধ উদ্ধারের পর তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া বড় ধরনের অনিয়ম। দায়ীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।'
ঘটনার তদন্তে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জবাইদুল কবিরকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
স্থানীয়রা বলছেন, এ ধরনের ওষুধ পশুতে ব্যবহার হলে ভয়াবহ ক্ষতি হতে পারে। তাই তারা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।