রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩১, ২৫ আগস্ট ২০২৫

রোহিঙ্গা সংকটের আট বছর: বাংলাদেশের পাশে ১১ দেশ

রোহিঙ্গা সংকটের আট বছর: বাংলাদেশের পাশে ১১ দেশ
ছবি: ইন্টারনেট

রোহিঙ্গা সংকটের আট বছর পূর্তিতে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ১১টি পশ্চিমা দেশ—অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড।

সোমবার (২৫ আগস্ট) ঢাকায় ফরাসি দূতাবাস বিবৃতিটি প্রকাশ করে। এতে মিয়ানমারের সামরিক দমন-পীড়নে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরা হয়। বর্তমানে বাংলাদেশে ১১ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে।

বিবৃতিতে বাংলাদেশের জনগণ ও সরকারের মানবিক সহায়তার প্রশংসা করে বলা হয়, সংকটের দীর্ঘমেয়াদি সমাধান হলো রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। তবে মিয়ানমারে এখনো সে পরিবেশ অনুপস্থিত।

মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে বিবৃতিতে সহিংসতা বন্ধ, আটক ব্যক্তিদের মুক্তি ও মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

তহবিল সংকটে রোহিঙ্গাদের আত্মনির্ভরশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয় এবং কক্সবাজারের স্থানীয় জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।

আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে তাদের অর্থবহ অংশগ্রহণ ও প্রতিনিধিত্বের ওপর জোর দেয়।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ