‘৫ আগস্ট ঘিরে কোনো শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, আগামী ৫ আগস্ট উপলক্ষে দেশে কোনো ধরনের শঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ রয়েছে বলে জানান তিনি।
শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপদেষ্টা বলেন, “সংশ্লিষ্ট সবাই যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, তাতে ৫ আগস্ট ঘিরে কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় আমরা সর্বোচ্চ প্রস্তুত।”
আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “যেহেতু দলটির কার্যক্রম নিষিদ্ধ, সেহেতু তারা কোনো ‘অপকর্ম’ করতে চাইলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
গুপ্তভাবে আওয়ামী লীগের সংগঠনিক তৎপরতা ও প্রশিক্ষণ চালানোর অভিযোগের বিষয়ে উপদেষ্টা বলেন, “এটা তদন্তের বিষয়। কেউ জড়িত থাকলে—সে যেই হোক, এমনকি কোনো বাহিনীর কেউ হলেও—আইনের আওতায় আনা হবে। তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “মিডিয়া সত্য প্রচার করছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। বিদেশি মিডিয়াগুলোর টোনও এখন অনেকটা নরম হয়ে এসেছে। আগের মতো তারা আর সরব হতে পারছে না, এটা ইতিবাচক পরিবর্তনেরই ইঙ্গিত।”