রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১০, ২৮ জুলাই ২০২৫

মাদক গডফাদারদের ধরতে কিছু সংস্থার সহযোগিতা মিলছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদক গডফাদারদের ধরতে কিছু সংস্থার সহযোগিতা মিলছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: ইন্টারনেট

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদক নির্মূলে মাঠপর্যায়ে সাফল্য মিললেও গডফাদাররা এখনও অধরাই থেকে যাচ্ছে। এ জন্য কিছু রাষ্ট্রীয় সংস্থার দায় রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২৮ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, “মাদক এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কক্সবাজারে একটি উচ্চ পর্যায়ের তদন্ত দল পাঠানো হয়েছিল, কিছু সুফলও এসেছে। তবে দেখা গেছে, মাদক বহনকারী ধরা পড়ছে, গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকছে। এর পেছনে আমাদের কিছু সংস্থারও দায় রয়েছে। তারা আমাদের প্রয়োজনীয় সহযোগিতা করছে না। এখনই নাম বলছি না, তবে বিষয়টি গুরুত্বপূর্ণ।”

মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি চাঁদাবাজি নিয়েও কঠোর অবস্থানে রয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গুলশানের কিছু চাঁদাবাজকে আমরা ধরেছি। সেটি বড় একটি সাফল্য। আমরা স্পষ্ট করে বলছি—কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না। সে যত বড় প্রভাবশালী হোক, কেউ ছাড় পাবে না।”

নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আগস্ট থেকে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণ চলবে নির্বাচনের আগ পর্যন্ত পর্যায়ক্রমে।

এসপি ও ওসিদের বদলি একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, “নিয়মিতভাবেই এসব রদবদল হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।”

প্রধান উপদেষ্টার দপ্তরে সকালে হওয়া বৈঠক নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সেখানে কী আলোচনা হয়েছে, সেটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন। আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকটি ছিল নিয়মিত কোর কমিটির অংশ।”

শেষে তিনি আরও বলেন, “মাদক ও চাঁদাবাজি দমনে সরকারের অবস্থান খুবই দৃঢ়। যেই অপরাধী হোক, যত বড়ই হোক—প্রশাসনের চিরুনি অভিযানে কেউই রেহাই পাবে না।”

সম্পর্কিত বিষয়: