ব্ল্যাক বক্সেই মিলবে দুর্ঘটনার উত্তর: সাখাওয়াত হোসেন

নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেছেন, দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ব্ল্যাক বক্স বিশ্লেষণের মাধ্যমেই প্রকৃত কারণ জানা যাবে। তিনি বলেন, ‘গল্প বানানোর সুযোগ নেই, ক্ষতি অপূরণীয়। তবে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’
মঙ্গলবার (২২ জুলাই) সকালে ঘটনাস্থলে এসে সাংবাদিকদের তিনি জানান, উত্তরায় বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানের ফ্রেমটি পুরনো হলেও এর ইঞ্জিন আধুনিকায়ন করা হয়েছিল।
তিনি আরও বলেন, ‘ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম চালানো কতটা যৌক্তিক, সেটি এখন নতুন করে ভাবতে হবে।’
সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘আগামীকাল সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল দেশে আসছে। তাদের পরামর্শ অনুযায়ী, যেসব শিশুর উন্নত চিকিৎসা প্রয়োজন হবে, তাদের সিঙ্গাপুরে পাঠানো হবে।’