বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫, ২১ জুলাই ২০২৫

আপডেট: ১৩:১৭, ২১ জুলাই ২০২৫

জুলাই যোদ্ধাদের জন্য চাকরির কোটা নয়: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

জুলাই যোদ্ধাদের জন্য চাকরির কোটা নয়: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা রাখা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।

সোমবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম’ শীর্ষক এই সম্মেলনে উপদেষ্টা স্পষ্টভাবে জানান, গণ-অভ্যুত্থানে হতাহতদের পুনর্বাসনে সরকার নানা কর্মসূচি গ্রহণ করলেও চাকরির কোটা বা ফ্ল্যাট বরাদ্দের মতো সুবিধা থাকছে না।

তিনি বলেন, ‘না, না- কোনো কোটা থাকবে না।’

উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের জন্য কিছু নির্ধারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ফ্ল্যাট বা চাকরির কোটা দেওয়ার বিষয় নেই। পুনর্বাসন হতে পারে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে, যার যেমন যোগ্যতা আছে, সেই অনুযায়ী তাকে সহায়তা করা হবে। কেউ যদি আত্মকর্মসংস্থান চান যেমন হাঁস-মুরগি বা পশুপালন তাহলেও সরকার সহযোগিতা করবে।’

সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধাদের সরকারি অনুদানের পরিমাণ মুক্তিযোদ্ধাদের সমান করে তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে কি না এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ এখানে না আসাই ভালো। মুক্তিযোদ্ধারা মহান। তাদের অবদান অনস্বীকার্য।’
 

সর্বশেষ