গুজবে কান না দিতে সেনাবাহিনীর আহ্বান

গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ১৬ জুলাই গোপালগঞ্জে একটি রাজনৈতিক দলের পদযাত্রা কেন্দ্র করে সহিংসতা সৃষ্টি হয়। উচ্ছৃঙ্খল জনতা শহরের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে পুলিশ ও সাংবাদিকসহ অনেকে আহত হন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী মাইকিং করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও হামলাকারীরা তাদের লক্ষ্য করে ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করে, ফলে আত্মরক্ষার্থে বলপ্রয়োগ করতে হয়। পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
বর্তমানে গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কারফিউ বহাল রয়েছে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
আইএসপিআরের পক্ষ থেকে সবাইকে গুজব ও অপপ্রচার এড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”