তফসিলের আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ অনুমোদন

২০২৫-এর খসড়াকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন এই অধ্যাদেশ অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন ১৮ বছর পূর্ণ হওয়া যোগ্য নাগরিকরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ।
তিনি বলেন, বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রতিবছর ২ জানুয়ারি ভোটার তালিকার খসড়া প্রকাশ এবং ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ফলে যেসব নাগরিক তৎপরবর্তী সময়ে ১৮ বছর পূর্ণ করেন, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হন।
নতুন অধ্যাদেশে কী পরিবর্তন এলো?
নতুন নিয়ম অনুযায়ী, তফসিল ঘোষণার কমপক্ষে এক মাস আগে পর্যন্ত ১৮ বছর পূর্ণ হওয়া নাগরিকরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এর ফলে অনেকেই নির্বাচন থেকে বাদ পড়ার হতাশা থেকে মুক্ত হবেন।
ফয়েজ আহমদ উদাহরণ দিয়ে বলেন, “ডিসেম্বরে যদি নির্বাচন হয় এবং নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করা হয়, তাহলে অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন, তারাও এবার ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন।”
সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ও নাইম আলী উপস্থিত ছিলেন।