বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রাহাত হুসাইন

বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক রাহাত হুসাইন। তিনি তার বিশেষ প্রতিবেদন ‘নীরবে বিলুপ্ত হচ্ছে দক্ষিণ সিটির হোমিও দাতব্য চিকিৎসা’র জন্য সেবা ও জনদুর্ভোগ ক্যাটাগরিতে এ পুরস্কার লাভ করেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার হস্তান্তর করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ প্রতিবছর এ পুরস্কারের আয়োজন করে। এবার পাঁচ ক্যাটাগরিতে ছয়জন সাংবাদিককে এ পুরস্কারে ভূষিত করেন। পুরস্কারের মূল্যমান ৫০ হাজার টাকা।
এবার নগর পরিকল্পনা ক্যাটাগরিতে (অনলাইন ও প্রিন্ট) পুরস্কার পেয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক জাহিদুল ইসলাম, সেবা সংস্থার অনিয়ম ও দুর্নীতি ক্যাটাগরিতে ডেইলি সানের জ্যেষ্ঠ প্রতিবেদক রাশেদুল হাসান, টেলিভিশন ক্যাটাগরিতে যৌথভাবে এখন টিভির দেলোয়ার হোসাইন দোলন ও বাংলা ভিশনের কেফায়েত শাকিল এবং অনুসন্ধানী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক নাজমুল সাঈদ।