হামাস চাইলে গাজা যুদ্ধ আজই শেষ হতে পারে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাস যদি অস্ত্র সমর্পণ করে, তাহলে গাজায় চলমান যুদ্ধ আজ কিংবা আগামীকালই শেষ হতে পারে। তিনি আশা প্রকাশ করেছেন, কয়েক দিনের মধ্যেই হামাসের সঙ্গে জিম্মি বিনিময়ের চুক্তি হতে পারে।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পথে নিউজম্যাক্স টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, কয়েক দিনের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব, যা অন্তর্ভুক্ত করবে ৬০ দিনের যুদ্ধবিরতি। যুদ্ধবিরতির প্রথম ধাপে মুক্তি পাবে জিম্মিরা, পরে শুরু হবে দীর্ঘমেয়াদি শান্তি আলোচনা।
তবে তিনি যুদ্ধের শেষ হওয়া যে শুধুমাত্র হামাসের অস্ত্র ত্যাগের ওপর নির্ভর করছে তা জোর দিয়ে বলেন। হামাস গাজাবাসীকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে এবং বেসামরিকদের পালাতে দিচ্ছে না বলে নেতানিয়াহু অভিযোগ করেন। তিনি বলেন, হামাস ইসরায়েলের ওপর দোষ চাপিয়ে ভুল বার্তা ছড়াচ্ছে, অথচ বাস্তবে নিজেদের জনগণকে হত্যা করছে।
এখন পর্যন্ত এই সংঘাতে হাজারো প্রাণহানি ঘটেছে এবং আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টা অনিশ্চিত হলেও নেতানিয়াহুর সাম্প্রতিক এই বক্তব্য পরিস্থিতিতে নতুন গতি আনতে পারে বলে মনে করা হচ্ছে।