শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ১০ জুলাই ২০২৫

আপডেট: ২১:১৮, ১০ জুলাই ২০২৫

ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে চীন

ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে চীন
ছবি: সংগৃহীত

একসময় রক্ষণাত্মক বৈদেশিক নীতিতে চলা চীন এখন অনেকটাই উন্মুক্ত নীতির দিকে ঝুঁকছে। ব্যবসা, বাণিজ্য ও পর্যটনের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া পূর্ব এশিয়ার এ দেশটি বিশ্ববাসীর আগ্রহ ধরে রাখতে ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে।

চীনের জাতীয় অভিবাসন প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দুই কোটির বেশি বিদেশি পর্যটক কোনো ভিসা ছাড়াই চীনে প্রবেশ করেছেন। যা মোট বিদেশি পর্যটকের প্রায় এক-তৃতীয়াংশ এবং আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।

বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে চীন এখন পর্যন্ত ৭৪টি দেশের নাগরিকদের জন্য ৩০ দিনের ভিসামুক্ত ভ্রমণের অনুমতি দিয়েছে। আগামী ১৬ জুলাই আজারবাইজানকে তালিকায় যুক্ত করলে এই সংখ্যা দাঁড়াবে ৭৫-এ। ইউরোপ, এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোই মূলত এই সুবিধার আওতায় এসেছে।

চীনের নতুন নীতিমালা অনুযায়ী, তালিকাভুক্ত দেশের নাগরিকরা ভিসা ছাড়াই একটানা ৩০ দিন চীনে অবস্থান করতে পারেন। এর মাধ্যমে দেশটি শুধু পর্যটন আয় বাড়ানোর লক্ষ্যেই নয়, আন্তর্জাতিক ভাবমূর্তি ও ‘সফট পাওয়ার’ জোরদার করার দিকেও নজর দিচ্ছে।

তবে আফ্রিকার কোনো বড় দেশ এখনো এই সুবিধার আওতায় আসেনি। একইভাবে ভিসা মুক্ত তালিকায় নেই বাংলাদেশও, যদিও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং ঘনিষ্ঠ।

বিশ্লেষকদের মতে, চীন পর্যটন এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করতে এ ধরনের ভিসা-নীতি আরও সম্প্রসারণ করতে পারে, যেখানে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্যও নতুন সুযোগ তৈরি হতে পারে।