শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৭ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০০:১১, ৩ অক্টোবর ২০২৫

প্রেমের বিয়েকে কেন্দ্র করে সংঘর্ষে  নিহত ২, আহত ৫

প্রেমের বিয়েকে কেন্দ্র করে সংঘর্ষে  নিহত ২, আহত ৫
প্রতীকী ছবি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পাকপত্তন জেলার আরিফাবাদ গ্রামে বুধবার (১ অক্টোবর) একটি প্রেমের বিয়েকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে মারাত্মক সংঘর্ষ ঘটেছে। এই ঘটনায় দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

জানা গেছে, পানওয়ার ও আরাইন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষই গুলি চালিয়েছে। আরাইন সম্প্রদায়ের গোলাম মুর্তজা (৫০) ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া একই সম্প্রদায়ের আরও চারজন গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। অন্যদিকে পানওয়ার সম্প্রদায়ের মুনির নামের একজনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় এবং আরও একজন গুলিবিদ্ধ হন।

জেলা পুলিশ অফিসার জাভেদ চাদহার নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। জড়িতদের গ্রেপ্তারের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। ইতিমধ্যেই উভয় পক্ষের ১০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং বাকি অপরাধীদের ধরতে অভিযান চলছে।

গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য সাহিওয়াল টিচিং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংঘর্ষ রোধে গ্রামে এলিট ফোর্স ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন