রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০০:৫০, ২ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:৫১, ২ অক্টোবর ২০২৫

ফ্লোটিলার জাহাজ আটকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল: জাতিসংঘ

ফ্লোটিলার জাহাজ আটকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল: জাতিসংঘ
ছবি: সংগৃহীত

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া আলমা জাহাজ আটক করা আন্তর্জাতিক আইনবিরোধী বলে জানিয়েছেন ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ। তিনি মধ্যপ্রাচ্য আই-কে এ তথ্য জানান। খবর মিডিলইস্ট আই।

আলবানিজ বলেন, দুটি মৌলিক কারণে এ আটক অবৈধ।

তার মতে, গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধ আন্তর্জাতিক আইনে অবৈধ এবং এর কোনো যৌক্তিকতা নেই।

এছাড়া, তিনি উল্লেখ করেন যে স্বাভাবিক পরিস্থিতিতেও আন্তর্জাতিক জলসীমায় স্পষ্টত শান্তিপূর্ণভাবে চলমান কোনো জাহাজ আটক করা আন্তর্জাতিক আইনে অবৈধ।

বর্তমানে ফ্লোটিলা গাজা উপকূল থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। যেখানে সর্বোচ্চ ১২ নটিক্যাল মাইল পর্যন্ত জলসীমা রাষ্ট্রীয় অধিক্ষেত্রের আওতায় পড়ে।