শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ৭ জুলাই ২০২৫

টেক্সাসে আকস্মিক বন্যায় নিহত ৮২ , শিশুশিবিরে ভয়াবহ ট্র্যাজেডি

টেক্সাসে আকস্মিক বন্যায় নিহত ৮২ , শিশুশিবিরে ভয়াবহ ট্র্যাজেডি
ছবি: সংগৃহীত

প্রবল বর্ষণের কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসের গুয়াদালুপে নদীর দুই তীরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শুক্রবার ভয়াবহ এ বন্যা আঘাত হানার পর থেকে এখন পর্যন্ত ৮২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৪০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

নিহতদের মধ্যে অধিকাংশই—৬৮ জন—টেক্সাসের কেরি কাউন্টির বাসিন্দা। এই অঞ্চলে অবস্থিত ‘ক্যাম্প মিসটিক’ নামের একটি খ্রিস্টান বালিকা শিবির সম্পূর্ণভাবে বন্যার পানিতে তলিয়ে যায়। ক্যাম্পে অবস্থানরত শিশুদের মধ্যে এখনও ১০টি মেয়ে শিশু ও একজন কাউন্সিলর নিখোঁজ রয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বন্যায় মৃতদের মধ্যে রয়েছেন ২৮ জন শিশু এবং ক্যাম্পটির দীর্ঘদিনের পরিচালক রিচার্ড ‘ডিক’ ইস্টল্যান্ড।

শুক্রবার ভোরে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন মাত্র ৪৫ মিনিটে নদীর পানি ২৬ ফুট বেড়ে যায়। এর জেরেই এই বিপর্যয় ঘটে। উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া সাবেক নেভি সিল গ্রেগ ফ্রোয়েলিক জানিয়েছেন, ক্যাম্প থেকে ৮ মাইল দূরেও মরদেহ উদ্ধার হয়েছে।

কেরি কাউন্টির উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে এখনো ১৮ জন প্রাপ্তবয়স্ক ও ১০ শিশুর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপ ও কাদায় কাজ করার সময় তারা বিষাক্ত সাপের মুখোমুখিও হচ্ছেন, যা উদ্ধার কাজকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

এদিকে, আগামী ২৪–৪৮ ঘণ্টায় এলাকায় আরও ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা উদ্ধার অভিযানকে বিঘ্নিত করতে পারে।

রোববার (৬ জুলাই) টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এক বিবৃতিতে বলেছেন, ‘প্রতিটি নিখোঁজ ব্যক্তির খোঁজ না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।’ তিনি আরও বলেন, ‘শিশুরা কিসের মধ্য দিয়ে গেছে, তা কল্পনারও বাইরে।’