গাজায় ভয়াবহ ইসরায়েলি তান্ডব, শহর ছাড়ছেন হাজারো ফিলিস্তিনি

ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলায় গাজা সিটি ছেড়ে দক্ষিণের দিকে পালাচ্ছেন হাজারো ফিলিস্তিনি। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই নগরীকে নিয়ে জাতিসংঘ তদন্ত কমিশন বলছে, যুদ্ধটি 'গণহত্যা'য় রূপ নিয়েছে। জাতিসংঘ মহাসচিবও ইসরায়েলের হামলাকে 'ভয়ংকর' হিসেবে আখ্যা দিয়েছেন।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরের মধ্যে সবচেয়ে তীব্র এ হামলায় বহুতল ভবন, আবাসিক এলাকা ও মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার একদিনেই নিহত হয়েছেন অন্তত ৯১ জন। উপকূলীয় সড়ক ধরে দক্ষিণে পালানো মানুষদের গাড়িতেও বোমা বর্ষণ করা হয়। ধ্বংস হয়েছে অন্তত ১৭টি আবাসিক ভবন ও পূর্ব গাজার একটি মসজিদ।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এক্সে (টুইটার) লিখেছেন, 'গাজা জ্বলছে।'
সেনারা শুধু আকাশপথ নয়, বিস্ফোরক বোঝাই রোবট, ট্যাংক ও সাঁজোয়া যান ব্যবহার করে তিন দিক থেকে শহরে প্রবেশ করছে। মানবাধিকার সংগঠনগুলোর হিসাব বলছে, প্রতিটি রোবট একাই ২০টি বাড়ি ধ্বংস করতে সক্ষম।
শহর ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। ইসরায়েল দাবি করছে প্রায় ৩ লাখ ৫০ হাজার গাজাবাসী পালিয়ে গিয়েছেন। তবে গাজার গণমাধ্যম অফিস বলছে সমপরিমাণ মানুষ আবারও শহরের কেন্দ্র ও পশ্চিমে আশ্রয় নিয়েছেন। দক্ষিণের রাফাহ, খান ইউনিস ও আল-মাওয়াসি ক্যাম্পে বোমা হামলার পর অন্তত ১৫ হাজার মানুষ উল্টো পথে ফিরে এসেছে গাজা সিটিতে।
ইসরায়েলি সেনাদের প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ট্যাংক ও সাঁজোয়া যান গাজার ভেতরে অগ্রসর হচ্ছে। সেনাদের মুখপাত্র বিষয়টি স্বীকার করে বলেছেন, গাজা সিটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে তাদের কয়েক মাস সময় লাগবে।
এদিকে, মঙ্গলবার ভোর থেকে সারা গাজায় নিহত হয়েছেন অন্তত ১০৬ জন।