সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রে ২৭ বছরের কারাদণ্ড
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির শীর্ষ আদালত। সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হওয়ায় এই সাজার ঘোষণা দেশটির শীর্ষ আদালত।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দোষী সাব্যস্ত হওয়ার কয়েক ঘণ্টা পরই সুপ্রিম কোর্টের ৫ সদস্যের প্যানেল তার সাজা ঘোষণা করে।
২০২২ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার কাছে পরাজিত হওয়ার পর ক্ষমতায় থাকতে বোলসোনারো অভ্যুত্থান ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ার দায়ে দোষী বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের ওই প্যানেল। একই সাথে তাকে ২০৩৩ সাল পর্যন্ত সংসদ বা প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রেও অযোগ্য ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট।
বিবিসি সূত্রে জানা যায়, প্যানেলের পাঁচ সদস্যের চারজনই বোলসোনারোকে দোষী সাব্যস্ত করেছেন। মাত্র একজন ছিলেন সাবেক প্রেসিডেন্টকে খালাস দেওয়ার পক্ষে।
তবে, বোলসোনারোর আইনজীবীরা এ সাজাকে ‘মাত্রাতিরিক্ত’ অভিহিত করে বলেছেন, তারা ‘যথোপযুক্ত আপিল’ জমা দেবেন।



























