শিশুর কামড়ে মারা গেল বিষধর কোবরা!

ভারতের বিহার রাজ্যে এক বছরের একটি শিশুর কামড়ে মারা গেছে একটি বিষধর কোবরা সাপ। ঘটনাটি ঘটেছে পশ্চিম চম্পারন জেলার মোহছি বনকাটোয়া গ্রামে।
শিশুটির নাম গোবিন্দ। সে বাড়ির পাশে খেলছিল, আর তার মা ছিলেন বাড়ির পেছনে। হঠাৎ একটি সাপ বের হলে শিশুটি ভয় না পেয়ে উল্টো সাপটিকে কামড় দেয়। এতে সাপটি মারা যায়।
কামড় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসার পর সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে।
চিকিৎসক ডা. কুমার সৌরভ জানান, শিশুটির মুখে কিছুটা ফোলাভাব ছিল এবং সে হয়তো সাপের কিছু অংশ খেয়ে ফেলেছিল। তিনি বলেন, “মানুষকে সাপ কামড়ালে বিষ রক্তে মিশে যায়, কিন্তু মানুষ সাপকে কামড়ালে বিষ হজম হয়ে যেতে পারে, যদি না মুখে বা পেটে ক্ষত থাকে।”
ঘটনাটি গ্রামজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় সাংবাদিকরা বলছেন, শ্রাবণ মাসে সাপ দেখা সাধারণ ঘটনা হলেও শিশুর হাতে সাপ মৃত্যুর ঘটনা এবারই প্রথম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি বছর সাপের কামড়ে ৮০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার মানুষ মারা যান। শুধু ভারতেই এই সংখ্যা প্রায় ৫৮ হাজার। বিহার রাজ্যে ২০২৩-২৪ অর্থবছরে সাপের কামড়ে মারা গেছেন ৯৩৪ জন।
তথ্যসূত্র: বিবিসি বাংলা