বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮, ২৫ জুলাই ২০২৫

ভারতে স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু

ভারতে স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানের ঝালাওয়াড় জেলার একটি সরকারি স্কুলে ছাদ ধসে অন্তত চার শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৭ জন, যাদের মধ্যে তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার 9২৫ জুলাই) সকালে সাড়ে ৮টার দিকে মনোহর থানার পিপলোদি সরকারি স্কুলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় স্কুল চত্বরে প্রায় ৪০ জন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। হঠাৎ করেই একতলা ভবনটির ছাদ ধসে পড়ে।

স্থানীয়রা জানান, স্কুল ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ছিল। এ নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিদ্যালয়টি অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করত।

জেলার পুলিশ সুপার অমিত কুমার পিটিআইকে জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজন শিশু এবং আহত ১৭ জনের মধ্যে ১০ জনকে ঝালাওয়াড় হাসপাতালে পাঠানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে এগিয়ে আসেন। এখন পর্যন্ত ঘটনাস্থলে চারটি জেসিবি মেশিন এনে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। প্রয়োজনে আরও মেশিন আনার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

দুর্ঘটনার খবর পেয়ে অভিভাবকেরা স্কুলে ছুটে আসেন। সন্তানের খোঁজে কেউ কান্নায় ভেঙে পড়েছেন, কেউবা দৌঁড়াচ্ছেন এক কক্ষ থেকে অন্য কক্ষে। আহতদের প্রাথমিক চিকিৎসা মনোহর থানার হাসপাতালেই চলছে, তবে গুরুতরদের দ্রুত স্থানান্তর করা হচ্ছে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। নিরাপত্তা ঘাটতির অভিযোগ তুলে ক্ষুব্ধ এলাকাবাসী যথাযথ তদন্ত ও জবাবদিহির দাবি জানিয়েছে।
 

সম্পর্কিত বিষয়: