শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৩:০২, ২২ জুলাই ২০২৫

গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্য-ফ্রান্সসহ ২১ দেশের বিবৃতি

গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্য-ফ্রান্সসহ ২১ দেশের বিবৃতি
ছবি: ইন্টারনেট

গাজায় চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্বের দুই ডজনেরও বেশি দেশ। তাদের দাবি, গাজায় মানবিক দুর্ভোগ এমন এক অমানবিক মাত্রায় পৌঁছেছে, যা আর চলতে দেওয়া যায় না। সোমবার প্রকাশিত এই যৌথ বিবৃতিতে ইসরায়েলের মিত্র দেশগুলোও শামিল হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

এই বিবৃতি ইসরায়েলের আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার ইঙ্গিত দেয়। কারণ এতে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়নসহ মোট ২১টি দেশ স্পষ্ট ভাষায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তারা বলছে, ২১ মাসেরও বেশি সময় ধরে গাজায় দুই মিলিয়নেরও বেশি মানুষ ভয়াবহ মানবিক সংকটে রয়েছেন, যার দায় সম্পূর্ণ ইসরায়েলের ওপর বর্তায়।

যৌথ বিবৃতিতে বলা হয়, যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং জরুরি মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করতে হবে। শিশুসহ বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দেশগুলো বলেছে, গাজাবাসী যখন পানির এক ফোঁটা ও খাদ্যের একটি টুকরোর জন্য সংগ্রাম করছে, তখনই তারা নির্দয় হামলার শিকার হচ্ছেন।

জাতিসংঘ ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মে মাসের শেষের দিক থেকে খাদ্য সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন অন্তত ৮৭৫ জন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে কিংবা হাসপাতালে পৌঁছানো যায়নি।

বিবৃতিতে দেশগুলো আরও জানায়, ইসরায়েলের ত্রাণ বিতরণ ব্যবস্থা দুর্বল ও বিপজ্জনক। এটি কেবল পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করছে এবং গাজার জনগণকে মৌলিক মানবিক মর্যাদা থেকে বঞ্চিত করছে। তারা বলেন, আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় ইসরায়েলকে অবশ্যই তার দায়িত্ব পালনে বাধ্য করতে হবে।

লন্ডন থেকে আলজাজিরার প্রতিবেদক সোনিয়া গ্যালেগো এই বিবৃতিকে আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইসরায়েলের মিত্রদের এমন অবস্থান পরিবর্তন বিশ্বমঞ্চে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থানকে প্রতিফলিত করে।