রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৫ শ্রাবণ ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ১৪:৪৭, ১৭ জুলাই ২০২৫

সে রাতটা ছিল ভয়াবহ: সোনাক্ষী সিনহা

সে রাতটা ছিল ভয়াবহ: সোনাক্ষী সিনহা

রুপালি পর্দায় পরিচিত চেহারা সোনাক্ষী সিনহা এবার হাজির হচ্ছেন এক রহস্যময় চরিত্রে— এমন এক নারী রূপে, যার জীবনে জড়িয়ে আছে ভয়, ব্যথা আর অতীতের অজানা অন্ধকার। ‘নিকিতা রয়’ নামের একটি সুপারন্যাচারাল থ্রিলার সিনেমায় এই ভূমিকায় দেখা যাবে তাকে, যা আগামীকাল, ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনেও ভয়ের অভিজ্ঞতা রয়েছে সোনাক্ষীর। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এক রাতে আধঘুমের মধ্যে শরীর নিস্তেজ হয়ে আসে, অনুভব করেছিলেন কারও উপস্থিতি, কিন্তু চোখ খোলার কিংবা নড়ার শক্তি ছিল না। তাঁর ভাষায়, ‘মনে হচ্ছিল, কোনো অশরীরী সত্তা আমাকে আটকে রেখেছে। সে রাতটা ছিল ভয়াবহ।’

এই ভয়াবহ অভিজ্ঞতা আজও তাঁর মনে দাগ কেটে আছে। সে সময় তিনি মনে মনে বলেছিলেন, ‘আবার যদি কেউ আসে, স্বপ্নে এসো– সামনে এসে নয়।’ অনেকের ধারণা, ‘নিকিতা রয়’ সিনেমার প্রস্তুতির সময়ই এই পুরনো স্মৃতি ফিরে এসেছিল তাঁর মনে।

সিনেমার মূল চরিত্র নিকিতা, এক নারী যার জীবনে এক রাত হঠাৎ এনে দেয় অদ্ভুত ও অস্বাভাবিক সব ঘটনা। অপরাধবোধ, মানসিক দ্বন্দ্ব এবং অতীতের ভারে নিকিতা ধীরে ধীরে ডুবে যেতে থাকেন এক অতিপ্রাকৃত জগতে। কাহিনির বাঁকে বাঁকে প্রকাশ পায় এমন এক ভয়াবহ সত্য, যা কল্পনারও অতীত।

এই চরিত্রে সোনাক্ষীর অভিনয় সিনেমার মূল চালিকাশক্তি। এখানে তিনি শুধুই ভীত নন, বরং ভয়কে সঙ্গে নিয়ে এগিয়ে যান এক অজানা গন্তব্যের দিকে। এমন এক চরিত্রে এবারই প্রথমবার দেখা যাবে তাঁকে।

‘নিকিতা রয়’ সিনেমাটি পরিচালনা করছেন সোনাক্ষীর ভাই কুশ সিনহা, আর এটি তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। চিত্রনাট্য লিখেছেন ‘ফোবিয়া’ ও ‘ভূত পুলিশ’খ্যাত পবন কৃপালানি, যিনি হরর ও থ্রিলার ঘরানার জন্য দর্শকদের কাছে পরিচিত নাম।

সোনাক্ষী জানিয়েছেন, এটি তার কাছে একটি বিশেষ কাজ, কারণ এটি ভাইয়ের প্রথম ছবি এবং এই প্রজেক্টে কাজের অভিজ্ঞতাও ছিল আলাদা। তিনি বলেন, ‘শুটিংটা খুবই চ্যালেঞ্জিং ছিল, তবে খুব উপভোগ করেছি। পরেশজির সঙ্গে এটাই আমার প্রথম কাজ এবং তাঁর সঙ্গে একই পর্দায় থাকা সম্মানের।’

সিনেমায় সোনাক্ষীর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল, অর্জুন রামপাল ও সুহেইল নায়ার। শুরুতে ২৭ জুন সিনেমাটি মুক্তির কথা থাকলেও কাজলের ‘মা’ ও ‘হাউসফুল ৫’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়।

প্রযোজনায় রয়েছে নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও নিকিতা পাই ফিল্মস লিমিটেড। পরিবেশনায় রয়েছে বাওয়েজা স্টুডিওজ, ব্লিস এন্টারটেইনমেন্ট, কার্মিক ফিল্মস এবং মুভিজ পিটিই লিমিটেড।

এদিকে, বিয়ের পর জীবনের ভারসাম্য নিয়ে নতুনভাবে ভাবছেন সোনাক্ষী। তিনি বলেন, ‘অভিনয় আমার জীবনের একটি অংশ, সবকিছু নয়।’

‘দাবাং’ কিংবা ‘আর... রাজকুমার’-এর মতো বাণিজ্যিক ছবিতে পরিচিত সোনাক্ষী এখন মনোযোগ দিচ্ছেন কনটেন্টনির্ভর প্রজেক্টে। সাম্প্রতিক আলোচিত কাজগুলোর মধ্যে রয়েছে ‘দাহাড়’ (২০২৩) এবং নেটফ্লিক্সের ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ (২০২৪)। উভয় সিরিজের দ্বিতীয় মৌসুমের প্রস্তুতিও নিচ্ছেন তিনি। সোনাক্ষী বলেন, ‘আমি এমন কাজ খুঁজি যা আমাকে চ্যালেঞ্জ করে, ভিন্ন কিছু করতে বাধ্য করে। ভালো কাজের পর এমন জায়গায় পৌঁছাতে চাই, যেখান থেকে বলতে পারি— আমি আরও ভালো কিছু ডিজার্ভ করি।’