বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ১৩:৫১, ১২ জুলাই ২০২৫

আপডেট: ১৬:২৪, ১২ জুলাই ২০২৫

‘আমি কি এই দেশে নিরাপদ? আমরা কি নরকে বাস করছি?’- বাঁধন

‘আমি কি এই দেশে নিরাপদ? আমরা কি নরকে বাস করছি?’- বাঁধন
ছবি অভিনেত্রীর ফেসবুক থেকে

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী চাঁদ ওরফে সোহাগ (৩৯)-এর নৃশংস হত্যাকাণ্ডে হতবিহ্বল পুরো দেশ। রক্তচক্ষু এই ঘটনাকে কেন্দ্র করে সর্বস্তরে চলছে প্রতিবাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে শোক, ক্ষোভ ও হতাশায় নড়ে উঠেছে দেশের সাধারণ মানুষ, পেশাজীবী মহল এবং শোবিজ অঙ্গনও।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন, ‘এটা এক ধরনের মর্মান্তিক ছবি। কারো হত্যা হতে দেখা, যেখানে বাকি সবাই দাঁড়িয়ে দেখছে, কিছুই করছে না। এটা কীভাবে সম্ভব? কী ধরনের দেশে আমরা বেঁচে আছি? মানুষ দাঁড়িয়ে দেখল, কিন্তু কেউ এগিয়ে গেল না। কতটা ভয়াবহ?’

বাঁধন জানান, তিনি কথার ভাষা হারিয়ে ফেলেছেন। তিনি আরও লেখেন,‘আমি আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এটা কি আর কেউ অনুভব করছেন? মনে হচ্ছে না আমরা যেন নরকে বাস করছি? আর সরকার? সবসময়ের মতোই নিশ্চুপ। তারা কোথায়? কথা বলে না কেন? কিছু করে না কেন?’

দেশে নাগরিক নিরাপত্তার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন এ অভিনেত্রী। তিনি লেখেন, ‘আমি কি এই দেশে নিরাপদ? আমি কি সত্যিই যা মনে করি তা বলতে পারি? না কি সত্যি কথা বলার অপরাধে আমিই হব পরবর্তী টার্গেট?’

উল্লেখ্য, বুধবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে চাঁদ ওরফে সোহাগকে একদল লোক পাথর ও ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। মর্মান্তিক সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনী এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।