বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ১৬:৪৬, ১৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:০৯, ১৯ আগস্ট ২০২৫

হলিউডে অভিষেক হতে যাচ্ছে ঢালিউড নায়িকা অধরার

হলিউডে অভিষেক হতে যাচ্ছে ঢালিউড নায়িকা অধরার
ছবি: ফেসবুক

প্রায় এক বছর আগে কানাডায় স্থায়ী হয়েছেন ঢালিউড অভিনেত্রী অধরা খান। তবে প্রবাসে বসে নেই তিনি। ইতোমধ্যেই হলিউড অঙ্গনে কাজ শুরু করেছেন ‘মাতাল’খ্যাত এই অভিনেত্রী। পাঁচটি টিভি সিরিজে যুক্ত হয়েছেন অধরা।

সবশেষ তিনি কাজ করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ডনি ওয়ালবার্গের সঙ্গে ‘বোস্টন ব্লু’ সিরিজে। জানা গেছে, সিরিজটির বেশিরভাগ শুটিং হয়েছে কানাডায়, আর কিছু অংশ শুট হবে বোস্টনে। এতে গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন অধরা খান।

কানাডা থেকে গণমাধ্যমকে তিনি বলেন, ‌‘এখানে আমার ওয়ার্ক পারমিট থাকায় কাজের সুযোগ সহজ হয়েছে। এজেন্সিগুলো আর্টিস্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নিচ্ছে, তাই সুযোগ পাওয়া সহজ হচ্ছে। এশিয়ান চরিত্রের প্রয়োজন হলে সম্ভাবনা আরও বেড়ে যায়।’

‘বোস্টন ব্লু’-র পাশাপাশি অধরা আরও কাজ করেছেন ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার সিজন-৩’, ‘ডলহাউস’, ‘স্টার্লিং পয়েন্ট’ এবং ‘নেভারম্যান’ সিরিজে। উল্লেখ্য, ‘বোস্টন ব্লু’ হচ্ছে দীর্ঘ ১৪ মৌসুম ধরে প্রচারিত জনপ্রিয় সিরিজ ‘ব্লু ব্লাডস’-এর স্পিনঅফ।

প্রবাসেও ঢালিউডের নিজস্ব ধারা ধরে রেখে হলিউডে কাজের সুযোগ বাড়িয়ে নিচ্ছেন অধরা খান। যা প্রমাণ করছে প্রতিভা কখনও দেশ বা সীমানার গণ্ডিতে আটকে থাকে না।

সর্বশেষ