শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ১৭:৩৭, ২০ জুলাই ২০২৫

আপডেট: ১৭:৩৮, ২০ জুলাই ২০২৫

যেখানেই থাকো, ভালো থেকো 

যেখানেই থাকো, ভালো থেকো 
ছবি: ফেসবুক

গত বছরের ডিসেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। সিনেমাটিতে তার অভিনয় প্রশংসিত হয় এবং প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের সাড়া পান তিনি।

তবে সেই অভিষেকের সাত মাস পেরিয়ে গেলেও নতুন কোনো কাজের খবরে সামনে আসেননি তিনি। বরং এই সময়টিতে দেশ-বিদেশে ঘুরে বেড়িয়ে সময় কাটাচ্ছেন মেহজাবীন।

সম্প্রতি ইউরোপ সফরের পর তিনি অবস্থান করেন কানাডায়। সেখানকার বিখ্যাত ল্যাভেন্ডার খামার থেকে তোলা ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ফুলের বাগানে তোলা নানা ভঙ্গিমার ছবির ক্যাপশনে লেখেন, ‘যদি কখনো শোনেন এখানে স্থায়ীভাবে বসবাস করতে চলে এসেছি, তাহলে অবাক হবেন না।’

ছবিগুলোর প্রশংসার পাশাপাশি ভক্তদের ভালোবাসাও পেয়েছেন তিনি। কেউ মন্তব্য করেছেন, ‘দেশে বা বিদেশে যেখানেই থাকো, ভালো থেকো।’

একই পোস্টে মেহজাবীনের স্বামী, নির্মাতা আদনান আল রাজীবকে মেনশন করে পরিচালক আবরার আতাহার মজা করে লেখেন, ‘ঠিক আছে, আমি তাহলে তোমার সাথে যাচ্ছি।’ উত্তরে রাজীব লেখেন, ‘অপেক্ষা করতে পারছি না।’

অন্যদিকে, মেহজাবীনের অভিনীত ‘সাবা’ সিনেমাটি এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হলেও বাংলাদেশের দর্শকদের জন্য সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।