রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৫ শ্রাবণ ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ১৭:৪২, ১৮ জুলাই ২০২৫

বিচ্ছেদ যন্ত্রণা কাটাতে জীবন নিয়ে কোন সিদ্ধান্ত তামান্না’র?

বিচ্ছেদ যন্ত্রণা কাটাতে জীবন নিয়ে কোন সিদ্ধান্ত তামান্না’র?

দুই বছরের সম্পর্ক ভেঙে গেছে তামন্না ভাটিয়া ও বিজয় বর্মার। যদিও কেউই বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে মুখ খুলেননি, তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি—বিয়ের বিষয়েই মতবিরোধ তৈরি হয়। তামন্না বিয়ের মাধ্যমে সম্পর্ককে স্থায়ী করতে চাইলেও বিজয় তাতে রাজি ছিলেন না।

বিচ্ছেদের পর বিজয়ের নতুন সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন শুরু হলেও, তামন্না সামাজিক মাধ্যমে একটি গভীর ও আত্মবিশ্লেষণধর্মী পোস্ট করে নীরবেই নিজের মানসিক অবস্থার ইঙ্গিত দিয়েছেন। সাদা শার্ট, প্রসাধনহীন মুখ, চোখে মোটা ফ্রেমের চশমা এবং এলোমেলো চুলে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন—‘কী করতে হবে— সেই নিয়ে ভাবার পর্বে রয়েছি। এই পর্বে আপনি অর্ধেক পরিকল্পক, অর্ধেক আবিষ্কারক।’

তিনি আরও লিখেছেন, ‘প্রতিটি সূক্ষ্ম বিষয় গুরুত্বপূর্ণ। প্রতিটি ভুল থেকে শিক্ষা নিতে হয়। এই পর্বে নানা ভাবনা আসে, সব ঠিক নয়, তবুও আসে। সত্যি বলতে, এটাই এই অধ্যায়ের ম্যাজিক। সব চকচকে বিষয়ের আড়ালে কিন্তু সব সময় চকচকে কিছু থাকে না। সিদ্ধান্ত থাকে, সন্দেহও থাকে।’

তামন্নার এই কথাগুলোকে ঘিরেই অনুরাগীদের কৌতূহল—তবে কি বিজয়ের সঙ্গে সম্পর্কটাকেই ‘ভুল’ হিসেবে দেখছেন তিনি? সেই অভিজ্ঞতা থেকেই কি শিক্ষা নিচ্ছেন? যদিও এসব নিয়ে তামন্না কোনো সরাসরি মন্তব্য করেননি, তবে পোস্টের ভাষা তার মনের গভীরে চলা সংগ্রামের ইঙ্গিত দেয়।

তামন্নাকে সম্প্রতি দেখা গিয়েছে ‘ওডেলা ২’ ছবিতে। অন্যদিকে, ‘লাস্ট স্টোরিজ ২’ ছবির কাজ করতে গিয়েই তামন্না ও বিজয়ের মধ্যে সম্পর্কের সূচনা হয়েছিল। এখন বলিউডে শোনা যাচ্ছে, বিজয় বর্মা নাকি নতুন করে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে।

এই বিচ্ছেদ এবং তার পরবর্তী মানসিক অধ্যায়ের মধ্য দিয়ে তামন্না যেন নিজের নতুন পথ খুঁজে নিচ্ছেন—নিজের মতো করে, ধীরে ধীরে, ভাবনার ভেতর দিয়ে।